কালারওএস ১৩ উন্মোচন করল অপো
- ২৪ আগস্ট ২০২২, ০০:০০
বৈশ্বিকভাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস চালু করেছে অপো। অপো ফাইন্ড এক্স৫ ও ফাইন্ড এক্স৫ প্রো মডেলে নতুন অপারেটিং সিস্টেম আপডেটের মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈশ্বিকভাবে এটি চালু করল। চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানায়, ২০২২ সালের মধ্যেই বিশ্বের ৬০টি দেশে তাদের ৩৫টি স্মার্টফোনে পর্যায়ক্রমে অপারেটিং সিস্টেম আপডেট করা হবে। কালারওএস ১৩-এর উন্নয়নে গুগলের সাথে কাজ করার কথাও জানিয়েছে অপো।
কালার অপারেটিং সিস্টেম ১৩-তে ইউজার ইন্টারফেসে অ্যাকুয়ামরফিক ডিজাইন যুক্ত করা হয়েছে। এতে নতুন ফিচারের অংশ হিসেবে পরিবর্তনশীল একটি থিম দেয়া হয়েছে, যা সূর্যোদয় ও সূর্যাস্তের ভিত্তিতে রঙ পরিবর্তন করতে পারে। সেই সঙ্গে সিস্টেম টেক্সট পরিবর্তনের সুবিধাও দেয়া হয়েছে, যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী আকার পরিবর্তন করে নেয়া যাবে।
কালারওএসে কোয়ান্টাম অ্যানিমেশন ইঞ্জিন রয়েছে। যেখানে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের সুবিধার্থে বিহেভিয়রাল প্রেডিকশনের পাশাপাশি বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য অ্যাডাপ্টিভ লেআউট ও ব্যাটারির পরিমাণ দেখার জন্য রিডেবিলিটির উন্নয়ন করা হয়েছে। কালারওএস ১৩-তে অলয়েজ-অন ডিসপ্লে ইমেজ ফিচার রয়েছে, যেটি হোমল্যান্ড নামে পরিচিত এবং দৈনিক তাপমাত্রার ভিত্তিতে বিভিন্ন ছবি দেখাবে। অপো জানায়, স্মার্ট অলয়েজ-অন ডিসপ্লের ফিচারের উন্নয়নে বিটমোজি ও স্পটিফাইয়ের সাথে চুক্তি করেছে। এ ছাড়া কালারওএস ১৩-তে মাল্টিস্ক্রিন কানেক্ট ফিচার রয়েছে, যার মাধ্যমে স্মার্টফোন ও কম্পিউটার এমনকি স্মার্টফোন থেকে অপো প্যাড এয়ারে যুক্ত হওয়া যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা